কোনো হামলা-ভয়ভীতিতে পিছু হটবো না — তাবিথ আউয়াল –
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর গাবতলি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের উপর ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে আ’লীগ সন্ত্রাসীরা হামলায় করে। এতে তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী, টিভির রিপোর্টার আহত হন।
হামলার পর তাবিথ আউয়াল বলেন, আমরা ইতিবাচক ভাবনা নিয়ে গণসংযোগ শুরু করেছিলাম। এসময় পেছন দিক থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে আ’লীগ সন্ত্রাসীরা হামলা করে। সবচেয়ে ভয়ংকর কথা হলো, এই হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা আমাদের গণসংযোগ-যেটা ভোটারদের নিয়ে যাচ্ছে, সেটা করবো। আমরা কোনো ভয়ভীতি – হামলায় পিছু হটবো না।
#DNCCPolls2020 #ডিএনসিসি২০২০
#VoteForTabith #তাবিথকেভোটদিন
#VoteDhanersheesh #ধানেরশীষেভোটদিন