নিম্ন আয়ের মানুষদের নিয়ে আলাদা হিসাবের পরিকল্পনা রয়েছে: পরিকল্পনামন্ত্রী
নিম্ন আয়ের মানুষের বেশি ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আলাদা হিসাব করার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এম এ মান্নান বলেন, রোপা-আমন হচ্ছে। আরও একটা ভয়ংকর বন্যা যদি না আসে তবে আমাদের কোনো সমস্যা নেই। চাল আমদানির দরজা খুলে দেওয়া হয়েছে। ৪২২টি আইটেমের ওপর ভর করে বিবিএস মূল্যস্ফীতির তথ্য দেয়। সার্বিক মূল্যসূচক দশমিক ৮ কমেছে, এটা কিন্তু বিরাট খবর। খাদ্যের মূল্যসূচকও কমেছে। খাদ্যেও কমেছে, সার্বিকও কমেছে। আমি কনফিডেন্ট, এই ট্রেন্ড বজায় থাকবে।
বুধবার ( ৩ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুলাই মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য উপস্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।