আ.লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, এরপরের সরকার হবে বিএনপি: দুদু

0
রহিম হত্যার মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। তিনি বলেন,  ‘এ বছরই সরকারের শেষ বছর।  এরপরের সরকার হবে বিএনপির সরকার। এরপরের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান।’

 

শামসুজ্জামান দুদু বলেন,  আপনারা অনেকেই বলেন হরতাল অবরোধ দেয় না কেন? হরতাল অবরোধ দেবো এমনকি এই সরকারের বিদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা রাজি আছেন? এ সময় উপস্থিত সকল নেতাকর্মীরা হ্যাঁ সূচক শব্দ উচ্চারণ করেন।

 

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান ১০  থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। কি কাজ করছেন? দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ,স্বাধীনতার স্বার্থে তিনি কাজ করছেন। কত ঘণ্টা  হরতাল হবে। কত ঘণ্টা  অবরোধ হবে। আপনারা একটু ধৈর্য ধরেন না। বিএনপিকে আন্দোলন শিখাতে হবে না। ছাত্রদল কৃষক দল মহিলা দল, যুবদল, শ্রমিকদেরকে আন্দোলন শেখাতে হবে না।

 

তিনি বলেন, ‘এই সরকার বলেছিল ফ্রি সার দেবে। ১০ টাকা সের চাল খাওয়াবে। গতকাল ইউরিয়া সার কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়েছে। চালের দাম ৫০ থেকে ৬০ টাকা করে কেজি।’

 

দুদু বলেন, ‘আমরা ছোট ছোট প্রতিবাদ সভা করছি। অনুমতি চাইলে মাঝেমাঝে দেয় আবার দেয় না। এরপরে আর অনুমতি চাইবো না। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ করব বিএনপি’র পক্ষ থেকে সেই জনসমাবেশের প্রধান অতিথি হবেন তারেক রহমান।’
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com