ইভিএম দিয়ে দিন-দুপরে আরেকটি ভোট ডাকাতির নির্বাচন করতে চাইছে সরকার: রিজভী

0

আগামী নির্বাচনকে ঘিরে জালিয়াতির প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামী ২০২৩ সালে আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার ইভিএম দিয়ে দিন-দুপরে ভোট ডাকাতির নির্বাচন করতে চাইছে।’

এ সময় বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং জাদুঘরের আলমারি থেকে কীভাবে বেরিয়ে এলো? এখন ঢাকাতেও প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হয়।’

গতকাল সোমবার (১ আগস্ট) বিকালে কুড়িগ্রাম সদরের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের অবস্থা ভালো না দাবি করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছে।’

তিনি এ সময় দাবি করেন, ‘দেশের উন্নয়নে কাজ করেছেন জিয়াউর রহমান ও বিএনপি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com