জনগণ এই সরকারকে আর দেখতে চায় না: মোশাররফ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। তারা আর এই সরকারকে আর দেখতে চায় না। জনগণ চায় সরকার পদত্যাগ করুক অথবা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের রাস্তায় নামতে হবে।’
গতকাল বুধবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা এ দেশে গণতন্ত্র উদ্ধার করতে চাই। আমরা অতি দ্রুত সরকারকে হটাতে চাই। জনগণ একটা নিরেপক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চায়। যে নির্বাচনে সরকার নিজের হাতে নিজের ভোট দিতে পারবে। ইভিএম মেশিনে নয়। এর মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে।’