বিএনপি আন্দোলন করে বলেই ৩২ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করছে। বন্যার্ত এলাকায় না গিয়ে ঢাকায় বসে ত্রাণ দিয়ে ছবি তুলছে। বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন মন্ত্রীরা ভাঁওতাবাজি কথা বলছেন। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে ওদের সাহস থাকলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে নির্বাচন দিক। বিএনপি আন্দোলনেই আছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলা বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি ভাঁওতাবাজির আন্দোলন করে না। বিএনপি আন্দোলন করে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৩২ লাখ নেতাকর্মীদের ওপর মামলা দিয়েছে।