‘যারা কোরবানি দেবেন তারা নিজেরাই চামড়ায় লবণ দেবেন’
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, যারা কোরবানি দেবেন, তারা নিজেরাই পশুর চামড়ায় লবণ দেবেন অথবা যাদের চামড়া দেবেন তাদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করবেন।
মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যসচিব বলেন, স্থানীয়ভাবে সংরক্ষণ ও লবণ দেওয়ার বিষয়টি আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি। কোরবানি দাতা যেন লবণের বিষয়টি সচেতন হন। তারা নিজেরাই লবণ কিনে নিজেরাই লবণ দেবেন অথবা এ চামড়াটা তারা যাদের দেবেন, এতিমখানা বা মৌসুমী ব্যবসায়ী তাদের সঙ্গে সমন্বয় করে লবণ দেওয়া নিশ্চিত করবেন।