আষাঢ়ে গর্জনের মতোই বিএনপির আন্দোলনের পরিণতি: ওবায়দুল কাদের
আষাঢ়ে গর্জনের মতোই বিএনপির আন্দোলনের পরিণতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি একবার বলবে ঈদের পরে আন্দোলন, আরেকবার বলে পরীক্ষার পরে।
এখন বলছে বন্যার পরে আন্দোলন।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে বন্যা দুর্গতদের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বন্যায় সরকার ৯ হাজার মেট্রিক টন চাল, দেড় লক্ষ প্যাকেট শুকনো খাবার, ১১ কোটি টাকা ত্রাণ দিয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ১ কোটি টাকার অধিক টাকা দেওয়া হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় আওয়ামী লীগও যথেষ্ট অর্থ সহয়তা দিয়েছে।