ফ্রি ট্রান্সফারে চার বছরের চুক্তিতে বার্সায় কেসিয়ে

0

চলতি দলবদল মৌসুমে প্রথম কোনো ফুটবলার হিসেবে আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাংক কেসিয়েকে দলে ভেড়াল বার্সেলোনা। এসি মিলান থেকে ফ্রি ট্রান্সফারে তিনি কাতালান শিবিরে যোগ দেন।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

কেসিয়ের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করে বার্সেলোনা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কাতালানদের হয়ে মাঠ মাতাবেন তিনি। আইভরি কোস্টের এই মিডফিল্ডারের রিলিস ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।

২০১৬-১৭ মৌসুমে আতালান্তার হয়ে নজর কাড়েন কেসিয়ে। পরের মৌসুমে ধারে তাকে দলে টানে এসি মিলান। দুই মৌসুম পর ২০১৯ স্থায়ীভাবে চুক্তি করে কেসিয়ের সঙ্গে। গত মৌসুমে মিলানের লিগ শিরোপা পুনরুদ্ধারে অবদান রাখেন তিনি। মিলানের হয়ে পাঁচ মৌসুমে ২২৪ ম্যাচে ৩৯ গোল আছে তার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.