নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার বিএনপি ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনে বিএনপি যাবে যদি শেখ হাসিনা (নির্বাচনে অংশ না নেন) না থাকেন, তিনি থাকলে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

গতকাল সোমবার (৪ জুলাই) বিকেলে খিলগাঁও থানার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে দেশনেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, যে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন বিনা ভোটের সংসদ সদস্যকে সামলাতে পারেনি সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কীভাবে সামলাবে?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com