প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা

0

রাজধানীতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন গাজী আনিস বিশ্বাস (৫০) নামে এক ব্যবসায়ী। তিনি কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা।

সোমবার (৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।

শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আত্মহত্যা চেষ্টাকারীর নাম আনিস বিশ্বাস। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালীতে।

হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান আনিস। দীর্ঘদিন ধরে এ টাকা না দেয়ায় হতাশাগ্রস্ত হয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান এসআই গোলাম হোসেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এসএম আইউব হোসেন জানান, আনিসের শরীরের ৯০ শতাংশ বার্ন হয়েছে।

জানা গেছে, কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা কাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার আগে তিনি ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com