পদ পেলেই কি নেতা হওয়া যায়, প্রশ্ন পলকের

0

রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে হবে তবে প্রতিহিংসা নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, পদ-পদবি পেলেই কি নেতা হওয়া যায়? নেতা হতে হলে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ও সততা আপনাকে নেতা বানাবে।

সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে নাটোরের সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ২০০৮ সালে আমি যখন মনোনয়ন চেয়েছিলাম। তখন আমি বয়সে তরুণ। সেদিন আপনারা আমাকে নেতা বানিয়েছেন। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে ভুল করেননি। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমি নিজেকে নেতা ভাবি না। আজীবন আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত রাখবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com