করোনামুক্ত মির্জা ফখরুল

0

সস্ত্রীক করোনা মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার তার রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি বিএনপি মহাসচিব নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনার রিপোর্ট নেগেটিভ আসলেও শরীর খুবই দুর্বল। নিজ বাসাতেই বিশ্রামে আছি।’

এর আগে গত ২৫ জুন শনিবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি উত্তরার নিজ বাসভবনে ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

করোনার বুস্টার ডোজ নেওয়ার কিছুদিন পর ১০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.