নেইমারকে চায় চেলসি, আর্সেনালে জেসুস
কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলের পুরো আক্রমণভাগের ঠিকানা বদলে যাচ্ছে।
পিএসজি ছাড়তে চাওয়া নেইমারকে দলে টানার দৌড়ে এগিয়ে আছে চেলসি। ম্যানসিটি ছেড়ে আর্সেনালে গেছেন গ্যাব্রিয়েল জেসুস। শুক্রবার দলবদলের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রিচার্লিসন।
৬০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে এভারটন থেকে কাল পাঁচ বছরের চুক্তিতে টটেনহামে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সি এই ব্রাজিলীয় তারকা। রিচার্লিসনের নৈপুণ্যে এবার অবনমন এড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে গেছে এভারটন। তাকে পেতে ইউরোপের অনেক বড় ক্লাব আগ্রহী ছিল।
প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যেতে চান বলে শেষ পর্যন্ত হ্যারি কেইনের টটেনহামকে বেছে নিলেন রিচার্লিসন। এভারটনের হয়ে ১৫২ ম্যাচে ৫৩ গোল করা রিচার্লিসনের জন্য এককালীন ৫০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে টটেনহামের। বাকি ১০ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে বিভিন্ন শর্ত পূরণসাপেক্ষে।