লেবাননভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীকে জঙ্গি তালিকাভুক্ত করলো ব্রিটেন

0

ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী এই সংগঠনের লক্ষ্য ইজরায়েল। ইরানের মদদপুষ্ট  হিজবুল্লাহকে জঙ্গি তালিকাভুক্ত করায় উল্লসিত ইজরায়েল সরকার। মার্কিন-ইরান দ্বন্দ্বের মাঝেই এমন কড়া পদক্ষেপ নিলো ইংল্যান্ড।বিবিসি

২০০৮ সালে হিজবুল্লাহ সংগঠনের সামরিক শাখাকে জঙ্গি হিসেবে ঘোষণা করে ব্রিটেন। গত বছর পুরো হিজবুল্লাহকেই ‘নিষিদ্ধ তালিকাভুক্ত’ করে ব্রিটিশ সরকার। এবার নতুন করে তাদের জঙ্গি তালিকাভূক্ত করা হলো।

ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইসরায়েল জানিয়েছে, ইরানের এই সমর্থক গোষ্ঠীকে সমূলে নষ্ট করা হবে।

কিন্তু ইজরায়েল আশঙ্কা করছে, যে কোনও সময়েই লেবাননের ঘাঁটি থেকে ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছুঁড়বে হিজবুল্লাহ। তাদের ক্ষেপণাস্ত্র পাল্লায় ইজরায়েলের সেনা ঘাঁটি পড়ছে। তবে হামলা রুখতে তৈরি ইজরায়েল।

মুলত ইরানের পাহলভী রাজতন্ত্র শেষ হওয়ার পর ১৯৮২ সালে দেশটির এলিট ফোর্স আইআরজিসি লেবাননে প্রতিষ্ঠা করে হিজবুল্লাহ সশস্ত্র সংগঠনকে। লেবাননের অন্যতম ক্ষমতাধর গোষ্ঠী বিবেচিত হয় তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের আরব পক্ষের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে দাঁড়ায় হিজবুল্লাহ। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com