মনকে শান্ত রাখতে যে দোয়া পড়বেন

0

শান্তি আল্লাহ তাআলার এক বিরাট নেয়ামত। দৈনন্দিন জীবনে মানুষ কর্মব্যস্ততা, ব্যর্থতা, চিন্তা ও পেরেশানির কারণে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক জীবন অশান্ত হয়ে ওঠে।

সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে ধরণা দেয়ার বিকল্প নেই। কারণ তিনিই মানুষের মনকে শান্ত করতে পারেন। প্রিয়নবি আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন-

اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।’

অর্থ : হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’

সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধরনা দেয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের সব পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com