মেসির গোলে শীর্ষে ফিরল বার্সা

0

লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগায় গ্রানাদাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

রবিবার রাতে নিজেদের মাঠে ‘দশজনের’ গ্রানাদাকে ১-০ গোলে হারাতে মেসিদের বেশ বেগ পেতে হয়। নতুন কোচকে শুরুতে জয় ‘উপহার’ দিতে দ্বিতীয়ার্ধে গোলটি করেন মেসি।

দ্বিতীয়ার্ধে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেস। এই ৬৯ মিনিট থেকেই দলটি একজন কম নিয়ে লড়াই করে।

গোছানো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন আর্তুরো ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।

২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

তিন নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com