রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার।
আজ রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে ইভিএমে ভোটের কৌশল নিয়েছে ইসি। নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণেই তারিখ নিয়ে বিভ্রাট তৈরি হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আজকের প্রচার-প্রচারনা শুরু করেন তারা।