মানুষের দুরবস্থার সুযোগ নেবেন না: আইনজীবীদের প্রধান বিচারপতি

0

মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, শুধুমাত্র পয়সা বেশি দিতে পারেননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করবেন, তাকে দূর-দূর করে তাড়িয়ে দেবেন, তাতে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি খুশি হবেন? তাই এটা কখনো করবেন না।

তিনি বলেন, আপনাদের সৎ থাকতে হবে। ফিস (ফি) যদি হয় ২০ হাজার টাকা, সেটাই নেবেন। মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে দুই লাখ টাকা নেবেন না। এই যে মানুষের দুরবস্থার সুযোগ নেওয়া, এটা অসততা। বিবেকের কাছে অসততা। এটি সৃষ্টিকর্তার কাছেও অসততা। লোকজন ভাবতে পারে আপনি অসৎ। এভাবে নিলে হয়তো বাড়ি-গাড়ি করতে পারবেন, কিন্তু কোনোভাবেই ওপরে উঠতে পারবেন না।

শনিবার (১৮ জুন) রাতে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি, ঢাকার ‘আইনজীবী পুনর্মিলনী-২০২২’ এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com