লগ্নী ফিরে পেয়েছে প্রযোজক, এবার সব অর্থ যাচ্ছে বন্যার্তদের কাছে
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই পরিস্থিতেও গতকাল দেশের
৪১ হলে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘অমানুষ’। মুক্তির একদিন পর পরিচালক জানালেন, প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকেট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।
পরিচালক বলেন,আমাদের সিনেমা এমন এক সময়ে মুক্তি পেয়েছে যখন সিলেট আর মৌলভীবাজারের মানুষ পানিবন্দি হয়ে কষ্টে দিনযাপন করছেন। তাই অমানুষ সিনেমার টিম প্রথম সপ্তাহের টিকিট বিক্রির টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘
পরিচালক অন্যন্য মামুন বলেন, ‘সিনেমা মুক্তির আগেই টিভি ও ওটিটি দিয়ে ‘অমানুষ’ সিনেমার টাকা উঠে গেছে। সিনেমা হলের টিকিটের টাকাটা আমাদের লাভের ছিলো। তাই সবাই মিলে চিন্তা করলাম প্রথম সপ্তাহের টিকিটের টাকাটা আমরা সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে দেবো।’
অমানুষ’ টিমের এমন উদ্যোগের অংশ চিত্র নায়ক নিরবও। তিনি এই ছবির প্রধান চরিত্র। নিরব বলেন, ‘সিলেট আর মৌলভীবাজারের মানুষের কষ্ট দেখেই আমাদের এই সিদ্ধান্ত। আশা করি সবাই যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন।’
এদিকে সিনমাটি মুক্তির দিন থেকেই বৃষ্টির মুখোমুখি হচ্ছে। এই বৃষ্টিতেও হলে হলে অমানুষের অভিনয়শিল্পী ঘুরছেন হলে হলে। বৃষ্টির মধ্যেও দর্শক সিনেমাটি দেখছেন বলে জানালেন।
একটি জঙ্গলের মধ্যে কিছু মানুষের আধিপত্য বিস্তারের কাহিনি নির্মিত ‘অমানুষ’। এতে বিভিন্ন চরিত্রে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মিথিলা, ডন, কাজী নওশাবা, রাশেদ মামুন অপু প্রমুখ। পরিচালকের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।