৫০ আর নয়, সাকিবের কাছে ১০০ চান ডমিঙ্গো
দুই ইনিংসেই দল যখন ধুঁকছে বেশ, তখনই অধিনায়ক সাকিব আল হাসান দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। অর্ধশতক ছুঁলেন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে দলকে দুই অঙ্কে গুটিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, দ্বিতীয় ইনিংসে তার অর্ধশতক ইনিংস হার এড়াল বাংলাদেশের।
তবে এত কিছু করেও কোচের মন জয় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া আরও বেশি। সাকিবের কাছে ১০০ চান তিনি।