‘বিএনপির মূল লক্ষ্য এই সরকার হটিয়ে জনগণকে মুক্ত করা’

0

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ জুন) থেকে পর্যায় ক্রমে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিএনপিসহ ৩৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে এই সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।

আগামী ২১ জুন বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এ সংলাপে যাচ্ছি না। শুধু এই আমন্ত্রণ না, এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল লক্ষ্য এই সরকার হটিয়ে জনগণকে মুক্ত করা।

তিনি বলেন, এসব লোক দেখানো সংলাপ করে চোখে ঠুলি পড়ানোর আমন্ত্রণে বিএনপি সাড়া দেবে না।

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি এই সংলাপে যাচ্ছে না। আমরা বলতে চাই, এ সরকারের অধীনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান, এমনকি কোনো ব্যক্তির সঙ্গেও কোনো প্রকার বৈঠক বা আলাপচারিতায় বিএনপি অংশ নিবে না। বিএনপি ইসি নিয়েই ভাবছে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com