অবশেষে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রেই পাঠাচ্ছে যুক্তরাজ্যে

0

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অবশেষে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই অনুমোদন দিয়েছেন। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে সেখানে গুপ্তচরবৃত্তির দায়ে তাঁর ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ম্যাজিস্ট্রেট আদালত ও হাইকোর্ট— উভয়ের রায় বিবেচনায় নিয়ে ১৭ জুন জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দেওয়া হল। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে ১৪ দিন সময় পাবেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

উল্লেখ্য, অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের একটি কারাগারে রয়েছেন। যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করার জন্য দেশটির আইন মন্ত্রণালয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের ১৮টি অভিযোগ আনে। দেশটির দাবি, উইকিলিকস তথ্য ফাঁস করায় যুক্তরাষ্ট্রের অনেকের জীবন সংকটে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com