ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে সমর্থন দিল ৪ দেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও রোমানিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভ সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান।
সফরে ম্যাক্রোঁ ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহানিস ছিলেন। তারা সবাই ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য হওয়ার প্রতি সমর্থন জানান। ইউক্রেনের আরেক প্রতিবেশী দেশ মলদোভার প্রতিও এই জোটের সদস্য হওয়ার জন্য সমর্থন জানান তারা।
এ সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয বলেন, তার দেশ মনে করে ইউক্রেন হচ্ছে ইউরোপীয় পরিবারের অংশ। ফলে বার্লিন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে দেখতে চায়।
ধারণা করা হচ্ছে ইউক্রেনকে সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আজ ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে। তবে এ দুই দেশের সদস্য হওয়ার বিষয়টি চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশের কাঁধে। ইইউ জোটের সদস্য হতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।
সূত্র : পার্সটুডে