মুসলিমদের বাড়ি ভাঙচুর: বুলডোজার নীতির সমালোচনা করল ভারতের সুপ্রিম কোর্ট

0

মুসলিমদের বাড়ি-ঘর ভাঙচুরের প্রেক্ষাপটে উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার-নীতির সমালোচনা করল ভারতের সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে কানপুর, প্রয়াগরাজ, সাহারানপুরে বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযুক্তদের বাড়ি-ঘর বেআইনিভাবে, নির্বিচারে ভেঙে ফেলার অভিযোগে যোগী আদিত্যনাথ সরকারের কৈফিয়ত তলব করেছে শীর্ষ আদালত।

আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে বলেছে, দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্যভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ নিতে হবে। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, বিক্ষোভ-মিছিলের প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেয়া যায় না।

বেআইনি নির্মাণের অভিযোগে সম্প্রতি কানপুর, সাহারানপুর এবং প্রয়াগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। যে বাড়িগুলো ভাঙা হয়েছে তাদের মালিক বা মালিকের পরিবারের সদস্যরা মহানবী সা:-এর অবমাননার প্রতিবাদে সাম্প্রতিক বিক্ষোভের কারণে পুলিশের খাতায় অভিযুক্ত।

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরপ্রদেশের আটটি জেলায় মুসলিমদের বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছিল। তারই জেরে যোগী সরকার ওই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুলডোজার-নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে ভারতের ইসলামী সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ। মঙ্গলবার প্রধান বিচারপতি এ ভি রমণাকে লেখা চিঠিতে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি. গোপাল গৌড়া এবং এ. কে. গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন হাই কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ছয়জন আইনজীবী যোগী সরকারের বুলডোজার-নীতি বাতিল করার আবেদন জানান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com