জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ইশরাক-তাবিথ

0

রোববার, জানুয়ারি ১৯, ২০২০, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতাকর্মীরা। এতে ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীও থাকবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় গঠিত গণসংযোগ উপ-কমিটির সদস্য ওমর ফারুক শাফিন জানান, রোববার, জানুয়ারি ১৯, ২০২০, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ৯নং ওয়ার্ডে গাবতলীতে পর্বত সিনেমা হলের সামনে থেকে প্রচারণা শুরু করবেন।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস উইং সদস্য সুজন মাহমুদ জানান, দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ২৬ নং ওয়ার্ডে আজিমপুর বাস স্টেশন থেকে প্রচারণা শুরু করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com