একটা সময় রাশিয়ার সঙ্গেই আলোচনা করতে হবে: ম্যাক্রোঁ

0

ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনে নেতাদের এবং ইউরোপকে একটা সময় রাশিয়ার সঙ্গেই আলোচনা করতে হবে।

রোমানিয়া ও  মলদোভা সফরে গিয়ে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার কর্মকর্তাদের রাশিয়ার সঙ্গে আলোচনা (আপসমূলক আলোচনা) করতে হবে।

তিনি বলেন, বাস্তবতা হলো ইউক্রেন ও ইউরোপকে আলোচনা করতে হবে। যুদ্ধ বন্ধ হতে আমরা সবচেয়ে বেশি যেটি চাই সেটি হলো ইউক্রেনের জয় একটা সময়ে গিয়ে আলোচনা। কারণ লড়াই বন্ধ হয়ে গেছে। তাই একটা সময় আমাদের অবশ্যই কথা বলতে হবে।

বুধবার ফরাসি প্রেসিডেন্ট ন্যাটোর দক্ষিণ ফ্ল্যাঙ্ককে তিন দিনের সফর শুরু করেছেন।

নাম প্রকাশ না করে দুই জন কূটনৈতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যেতে পারেন।

তার সঙ্গে যোগ দিতে পারেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তিন শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।

এদিকে খবর বের হয়েছে, জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট চাচ্ছেন ইউক্রেন যেন রাশিয়ার কিছু শর্ত, যেমন দোনবাস প্রদেশের কিছু অঞ্চল ছেড়ে দেওয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মেনে নেয়। কারণ তারা চান না চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হোক।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com