জরুরি ভিত্তিতে যে অস্ত্র চাইল ইউক্রেন
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তাদের জরুরি ভিত্তিতে মাল্টিপল রকেট লঞ্চার প্রয়োজন এবং এটি যত দ্রুত সম্ভব তাদের কাছে যেন পৌঁছে দেওয়া হয়।
বিশ্ব অর্থনৈতিক ফোরামে কুলেবা বলেন, ইউক্রেনের দোনবাস প্রদেশের অবস্থা খুব খারাপ।
কুলেবা জানিয়েছেন, মাল্টিপল রকেট লঞ্চার আছে এমন ১০টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন তিনি।
তাদের কাছ থেকে আমি যে প্রতিক্রিয়া পেয়েছি, আমেরিকা কি ইতিমধ্যে এগুলো দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতাদের কাছে ইঙ্গিত দিয়ে বলেন কুলেবা।
তিনি আরও বলেন, এটা হলো নেতা হওয়ার চাপ। সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। তাই যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া কথা রাখতে হবে এবং আমাদের যত দ্রুত সম্ভব মাল্টিপল রকেট লঞ্চার দিতে হবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি আমরা দ্রুত মাল্টিপল রকেট লঞ্চার না পাই দোনবাসের এখন যে অবস্থা আছে সেটি আরও খারাপ হয়ে যাবে। প্রতিদিন ওয়াশিংটন, বার্লিন, প্যারিস এবং অন্যান্য রাজধানীগুলোতে বসে ভাবছে তারা কিছু করবে নাকি করবে না, এগুলো আমাদের জীবন ও অঞ্চলের ক্ষতি করছে।
সূত্র: আল জাজিরা