জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঐক্যফ্রন্ট
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার দুই সিটির নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।