বিএনপি’র কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ২

0

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের  উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার কর্মী-সমর্থকদের উপর এ হামলা চালানো হয়েছে। এতে ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রজ্জব আলি ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম আহত হয়েছেন। আহতরা ওয়ারীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থীর স্বামী কাজী আবুল বাশার বলেন, প্রচারণা শেষে আমরা কয়েকজন এশার নামাজ পড়তে মসজিদে যাই। এসময় যারা বাইরে ছিল তাদের উপর ২০ থেকে ২৫ জন লোক আক্রমণ করে। এতে দুজন গুরুতর আহত হয়েছে। গত কয়েক দিন আগেও আমার বাসায় হামলা চালায় সরকারদলীয় লোকেরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com