‘বিচক্ষণ বন্দুকনীতির’ আহ্বান জানালেন কমলা হ্যারিস

0

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘যুক্তিসঙ্গত ও বিচক্ষণ’ বন্দুকনীতির আহ্বান জানালেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনার পর মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

উল্লেখ্য, রব এলিমেন্টারি স্কুলে এই বন্দুক হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে। এছাড়া হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ।

এ বিষয়ে কমলা হ্যারিস বলেন, “যতবারই এরকম ট্র্যাজেডি ঘটে, আমাদের হৃদয় ভেঙে যায়… এবং তবুও তা ঘটতে থাকে।”

তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। একটি জাতি হিসেবে, আমাদের পদক্ষেপ নেওয়ার সাহস থাকতে হবে এবং যুক্তিসঙ্গত এবং বিচক্ষণ নীতি তৈরি ও এর মধ্যে সম্পর্ক বুঝতে হবে, যাতে এমন কিছু আর না ঘটে।”

সূত্র: বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com