আমরা যন্ত্রণাকাতর আর্তনাদের জাতিতে পরিণত হচ্ছি: হিলারি ক্লিনটন

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রতিযোগী হিলারি ক্লিনটন।

মঙ্গলবার ওই ঘটনার পর তিনি এক টুইট বার্তায় লেখেন, “আমরা দিন দিন যন্ত্রণাকাতর একটি জাতিতে পরিণত হচ্ছি।”

বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি বলেন, “আমাদের আইনপ্রণেতাদের এখন দরকার আমেরিকায় বন্দুক সহিংসতার এই অভিশাপ বন্ধ করা, যা আমাদের শিশুদের নির্বিচারে হত্যা করছে।”

তিনি বলেন, “ভাবনা আর প্রার্থনাই যথেষ্ট নয়। বছরের পর বছর পর এ বিষয়ে কিছুই করা যায়নি। এখন আমরা একটি যন্ত্রণাকাতর আর্তনাদের জাতিতে পরিণত হচ্ছি।”

উল্লেখ্য, উল্লেখ্য, রব এলিমেন্টারি স্কুলে এই বন্দুক হামলার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছে। এছাড়া হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ। সূত্র: বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com