বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে: পিটার হাস
বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে। এ নির্বাচন অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে মুক্ত গণমাধ্যম তথা সাংবাদিকরা এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মার্কিন দূত এ কথা বলেন।
অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, জাপানের রাষ্ট্রদূত ইতো মাওকি, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জাবেভ পাটেল এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বক্তব্য রাখেন। বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপত্র ব্রায়ান শিলার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে কোন দেশই শতভাগ সফল নয়। মুক্ত গণমাধ্যম সূচকে যুক্তরাষ্ট্র ১৮০টি দেশের মধ্যে ৪২তম অবস্থানে। এর অর্থ আমাদের আরও উন্নতি করা প্রয়োজন। এই সূচকে বাংলাদেশ ১৬২তম অবস্থানে। যা গত বছরের তুলনায় ১০ ধাপ পিছিয়েছে। এর কারণ ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনটি সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর একটি আইন। মার্কিন সরকার বার্ষিক মানবাধিকার রিপোর্ট ও সরকারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনায় এই আইন নিয়ে উদ্বেগ তুলে ধরেছে। সবাই জানে কোন সাংবাদিক কোন রিপোর্ট করলে তা ‘মিথ্যা’, ‘মানহানিকর’ ও ‘বিদ্বেষমূলক’ বলে এই আইনে অভিযুক্ত করা হয়।
রাষ্ট্রদূত আরও বলেন, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের লক্ষ্যে বিটিআরসি ও আইসিটি বিভাগ আরও দু’টি আইনের প্রস্তাব করেছে। আমাদের আশঙ্কা এই দু’টি আইনও সাংবাদিকদের আরও আতঙ্কিত করতে পারে।