পদত্যাগ করলেন পুতিনের সঙ্গে নাচা অস্ট্রিয়ার সাবেক মন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের বিয়েতে নেচে শিরোনামে এসেছিলেন অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনিসল। রাশিয়ান তেল জায়ান্ট রোসনেফ্টের পরিচালকের দায়িত্ব থেকে তিনি অব্যহতি নিয়েছেন। সোমবার রোসনেফ্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোসনেফ্ট এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে পদত্যাগ কার্যকর হবে এমন একটি চিঠি জমা দিয়েছেন কারিন।
২০১৯ সালে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত বছরের জুনে রোসনেফ্টের বোর্ডে স্বাধীন পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার পাঁচ বছর পর বোর্ড ছেড়ে যাচ্ছেন বলে রোসনেফ্ট শুক্রবার জানিয়েছিল। এর পরই কারিনের পদত্যাগের খবর সামনে এলো।
২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন কারিন। সে সময় পুতিনের সঙ্গে তার নাচের ছবি বেশ আলোড়ন তুলেছিল।