শপথ নিয়েই কোয়াডের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

0

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দেশটির ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় সোমবার শপথ গ্রহণ করেন তিনি। দেশটির ক্যানবেরার ‘গর্ভমেন্ট হাউসে’ এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাকে শপথ পড়ান অস্ট্রেলিয়ার গভর্নর জেনরালে ডেভিড হার্লে।

এদিকে, শপথ নিয়েই কোয়াড সম্মেলনে দিতে উড়াল দিচ্ছেন আলবানিজ।

বিবিসি, ডয়েভে ভেলে ও ফিন্যান্সিয়াল টাইমসে এসব তথ্য উঠে এসেছে।

জানা গেছে, আলবানিজ সোমবারই কোয়াড সম্মেলনে যোগ দিতে টোকিওর পথে রওনা হবেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

চারজন মন্ত্রিসহ শপথ নিয়েছেন আলবানিজ। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পেনি অং রয়েছেন। প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কোয়াড সম্মেলনে যোগ দিতে তিনিও জাপান যাচ্ছেন।

এর আগে গত শনিবারের নির্বাচনে স্কট মরিসনকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলবানিজ। তবে তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা স্পষ্ট নয়।

ভোট গণনা এখনও চলছে এবং সংসদের ১৫১ সদস্যের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আলবানিজের দল ৭৬টি আসন পাবে কি কা তা এখনও পরিষ্কার নয়।

চূড়ান্ত ফলাফল অবশ্য কয়েক দিনেও জানা যাবে না। কারণ, নির্বাচনী কর্মকর্তারা প্রায় ৩০ লাখ পোস্টাল ভোট গণনা চালিয়ে যাচ্ছেন। সূত্র: বিবিসিডয়েভে ভেলে, ফিন্যান্সিয়াল টাইমস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com