বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: কিম জং উনকে ‘সহজ’ বার্তা দিলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ায় গিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি সহজ বার্তা দিয়েছেন। তিনি কিম জং উনের উদ্দেশ্যে বলেন, হ্যালো…পিরিয়ড।
রোববার দক্ষিণ কোরিয়া ছেড়ে জাপান যাওয়ার প্রাক্কালে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এ সময় বাইডেন বলেন তিনি উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক পরীক্ষা নিয়ে ‘চিন্তিত নন’।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার যেকোনো কর্মকাণ্ডের জন্য আমরা প্রস্তুত।
এর আগে বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে আরও বড় সামরিক অনুশীলন এবং আরও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মার্কিন অস্ত্র মোতায়েন করার বিষয়ে সম্মত হন।