ইউক্রেনীয়রা আমাদের অতিথি: পোল্যান্ডের প্রেসিডেন্ট

0

পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শরণার্থীদের অতিথি হিসেবে আখ্যায়িত করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। টুইটারে দেওয়া পোস্টে ডুদার এমন মন্তব্যের কথা জানিয়েছেন ইউক্রেনের এমপি রোমান হরিশচুক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রবিবার আকস্মিক সফরে কিয়েভ যান আন্দ্রেজ দুদা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো কোনও বিদেশি নেতা হিসেবে সশরীরে দেশটির পার্লামেন্টে ভাষণ দেন তিনি।

ইউক্রেনীয় পার্লামেন্টে দুদার ভাষণের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে তাকে উদ্ধৃত করে রোমান হরিশচুক বলেছেন, ‘প্রিয় ইউক্রেনবাসী, আপনার আত্মীয়-স্ত্রী, মা-বাবা, সন্তান; যারা পোল্যান্ডে চলে যেতে বাধ্য হয়েছে, তারা আমাদের দেশে উদ্বাস্তু নয়। তারা আমাদের অতিথি।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেন থেকে সর্বোচ্চ সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। এ সংখ্যা ৩৫ লাখের মতো হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com