ইউক্রেন রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বন্দরনগরী মারিউপোলের পতন ঘটলেও রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আমাদের সেনারা।
শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।
জেলেনস্কি বলেন, রুশ সেনাবাহিনী এখানে যে মার খেয়ে গেছে, আগামী কয়েক বছরে তারা ঘুরে দাঁড়াতে পারবে না।
মারিউপোলে সর্বশেষ দুই হাজার ৪০০ ইউক্রেনীয় সেনাসদস্য আত্মসমর্পণ করার পর তাদের রুশ সেনারা বন্দি করে নিয়ে যাওয়ার পর জেলেনস্কি এ মন্তব্য করলেন।
রাজধানী কিয়েভের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে বলে জানান জেলেনস্কি। এটিকে ইউক্রেনের বিজয় হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কিয়েভ থেকে পুরোপুরি রুশবাহিনীকে বিতাড়িত করার মানেই হলো ইউক্রেনের বিজয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বন্দরনগরী মারিউপোলসহ আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিলেও রাজধানী কিয়েভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রুশ বাহিনী।