রাশিয়ায় আবারও ইউক্রেনের হামলার দাবি

0

রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট দাবি করেছেন, ইউক্রেন তাদের বসতিতে আবারও হামলা চালিয়েছে।

শনিবার রাতে কুরস্ক অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস নিউজ। খববর আলজাজিরার।

স্টারোভয়েট বলেন, টেটকিনো ও আশপাশের আবাসিক এলাকায় আবারও ইউক্রেনের হামলায় বেশ কয়েক জায়গায় আগুন ধরে গেছে।

তিনি বলেন, পরে পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন।

গভর্নর বলেন, হামলার ফলে কোনো হতাহত বা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৮৭ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির সংঘাত ক্রমশ বেড়েছে। এ সংঘাতে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com