পবিত্র জুম্মার দিনে বা গুরুত্বপূর্ণ রোজার দিনে বাংলাদেশের ক্রিকেট খেলা ফেলা হয়
পবিত্র জুম্মার দিনে বা গুরুত্বপূর্ণ রোজার দিনে বাংলাদেশের ক্রিকেট খেলা ফেলা হয়
এবার পূজার দিন নির্বাচন নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক। সরস্বতী পূজার দিন নির্বাচন দেয়ায় শাহাবাগ জুড়ে চলছে আন্দোলন। অবরোধ করা হয়েছে রাস্তাঘাট। এবার নির্বাচনের তারিখ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দেন। ড. আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:
‘৩০ তারিখ সত্যিই পুজো হলে সেদিন নির্বাচন হওয়া উচিত না। একইসাথে আরেকটা কথা বলি। পবিত্র জুম্মার দিনে বা গুরুত্বপূর্ণ্ রোজার দিনে বাংলাদেশের ক্রিকেট খেলা ফেলা হয়। গত কয়েক বছরে এটা অনেকবার হয়েছে। এটা হওয়া ঠিক না। ইচ্ছে করলে এসব এড়ানো যায়। ইচ্ছেটা হয়না কেন জানিনা!’