জুম’আর দিনে তাবিথ আউয়ালের বিশাল গণসংযোগ

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৮ম তম দিনের গণসংযোগ শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি)  জুম’আর নামাজ থাকায় সকালেই ভোটারদের কাছে ছুটে আসেন তিনি। সকাল ১০টায় মোহাম্মপুর বাস স্ট্যান্ড থেকে এই প্রচারণা শুরু হয়।

এ সময় তাবিথ আউয়ালের সঙ্গে গণসংযোগে অংশ নিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া শুক্রবার অফিস-আদলত বন্ধ থাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মীরা গণসংযোগ অংশ নিয়েছেন।

গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা প্রতিদিন গণসংযোগ করছি। আজকে ৮ম দিনের মতো মোহাম্মপুর বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করলাম।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com