পিটিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নিলো দুষ্কৃতকারীরা
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নেয়ামুল আকনের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। এ সময় তাদের বাধা দিলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা দীপক বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীসহ পাঁচজনকে মারধর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলা নির্বাচন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগরসহ দুই ইউনিয়নে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে পূর্ব এনায়েতনগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নেয়ামুল আকন বিকেল সাড়ে ৩টায় কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করতে আসেন। এ সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলিল উদ্দিন তালুকদারের কর্মী-সমর্থকরা নেয়ামুল আকনকে মনোনয়নপত্র দাখিলে বাধা দেন।
তার মনোনয়নপত্র ছিনিয়ে নিতে গিয়ে হামলা চালান। এ সময় তাদের বাধা দিলে আহত হন উপজেলা রিটানিং কর্মকর্তা দীপক বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী নেয়ামুল আকন ও তার স্ত্রী রেহানা বেগমসহ পাঁচজন। এদের মধ্যে কয়েকজনকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক বিশ্বাস বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী নেয়ামুল আকন মনোনয়নপত্র দাখিল করতে এলে কিছু দুষ্কৃতকারী তাকে মারধর করেছে। আমাকেও কিল-ঘুষি মারে। তারা নেয়ামুলের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ঘটনার সময় কালকিনি থানার ওসি উপস্থিত ছিলেন। কিন্তু তার ভূমিকা রহস্যজনক ছিল।