রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে জিততে পারে ইউক্রেন: ন্যাটোপ্রধান

0

রাশিয়া তার আক্রমণের মূল পরিকল্পনা থেকে সরে গেছে দাবি করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জিততে পারে ইউক্রেন।

রোববার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন ন্যাটো মহাসচিব। খবর আলজাজিরার।

স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে মস্কোর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চলেনি। দোনবাস অঞ্চলে মস্কোর আক্রমণ প্রতিরোধের মুখে পড়েছে এবং খারকিভের চারপাশ থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া তার কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। ইউক্রেন টিকে আছে। যে কোনো সময়ের চেয়ে ন্যাটো এখন শক্তিশালী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com