সমালোচনা না শুনতে যা করলেন ফর্মহীন কোহলি

0

খুবই ফর্মহীনতায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলমান আইপিএলেও (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিজের ছন্দে নেই তিনি। এবারের টুর্নামেন্টে মোট তিনবার গোল্ডেন ডাক মেরেছেন কোহলি।

রানখরার এমনই দুঃসময়ে চারদিকে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি একটি টিভিতেও তার পারফর্মেন্স নিয়ে নেতিবাচক কথা হচ্ছিল। কিন্তু আর কতো সহ্য করবেন ফর্ম হারিয়ে খোঁজা এই লিজেন্ড ক্রিকেটার। তাই নিজের সমালোচনা না শুনতে টিভির ভলিউম অফ করে রাখলেন তিনি।

আসলে তিনি কেন রানের মধ্যে নেই, তা ঠিক করে বলতে পারছেন না কেউ। তাই অনেক ক্রিকেট বোদ্ধারা কোহলিকে বলছেন কিছু দিন আপাতত বিশ্রাম নিতে। হয়ত ফিরে এসে আবার স্বরূপে ফিরবেন বিরাট কোহলি।

তবে কোহলি বলছেন, ‘আমি যা অনুভব করছি, তারা তা বুঝতে পারছেন না । তারা তো আমার জীবন যাপন করেন না।’

কোহলি জানান, যখন-ই টিভিতি তাকে নিয়ে কথা হয়, তখন-ই তিনি টিভির আওয়াজ বন্ধ করে দেন এবং তখন টিভির দিকে খুব একটা মনোযোগ দেন না।

সূত্র : জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com