হাত-পায়ের কালো দূর করার ৩ উপায়

0

মুখের ত্বকের যত্ন নিয়মিত নেওয়া হলেও হাত-পা অবহেলিত থাকে। অথচ হাত-পা সবচেয়ে বেশি নোংরা হয়। বেশিরভাগ মানুষই মুখের ত্বকের যত্ন নিতেই ব্যস্ত থাকেন।

অন্যদিকে হাত-পা কালচে হতে শুরু করে। এ কারণে একসময় হাত-পা উজ্জ্বলতা হারায়। যা দেখতে বেশ কটূ দেখায়।

ভেবে দেখুন তো, চেহারার সঙ্গে যদি হাত-পায়ের রং না মেলে তাহলে কেমন লাগবে? তাই হাত-পা কালো হতে শুরু করলে ৩ উপায় অনুসরণ করুন-

> ত্বকের জন্য প্রাকৃতিক জিনিসের চেয়ে ভালো আর কিছু নেই। ওটমিল দুর্দান্ত বডি স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করতে এটি অনেক উপকারী। অন্যদিকে নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে অনেক সাহায্য করে।

> লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। এতে থাকা প্রাকৃতিক ব্লিচ এজেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। অন্যদিকে চিনি ত্বক এক্সফোলিয়েট করতেও সাহায্য করে।

> অ্যালোভেরা জেল ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়ের পাশাপাশি চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। অ্যালার্জি বা ফুসকুড়ির কারণে যদি আপনার হাতে-পায়ে কালো দাগ হয়, তাহলে জেল দিয়ে ম্যাসাজ করলে এই দাগগুলো দ্রুত উঠে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com