দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে গণপরিবহণ হোক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত
মানুষের দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবহণের ওপর নির্ভরশীল হতে হয়। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সব ক্ষেত্রে চলাচলের জন্য পরিবহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্বাস্থ্যসম্মত গণপরিবহণ চালু করা সময়ের দাবি। কারণ, মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় এখানে। পরিবহণে কলার ছোলা, বিস্কুটের খোসা, চিপসের প্যাকেট, ধুলাবালুসহ ভাঙা সিট, ড্রাইভারসহ অনেকের ধূমপান ইত্যাদি ছাড়াও আরও নানা ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ করা যায়। এ অবস্থা নিঃসন্দেহে যাত্রীদের মানসিক প্রশান্তি বিনষ্ট করে স্বাস্থ্যের অবনতি ঘটায়।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২১ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৭১টি। এতে নিহত হয়েছেন অন্যূন ৬ হাজার ২৮৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭ হাজার ৪৬৮ জন। নিহতদের মধ্য ৮০৩ জনই ছিলেন শিক্ষার্থী।
যদি এ অবস্থা চলমান থাকে, তাহলে আগামী দিনে এটি আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দেবে এবং তা হয়তো প্রতিকার করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই সড়ক পরিবহণ কর্তৃপক্ষের উচিত অস্বাস্থ্যকর এবং অনিরাপদ পরিবহণব্যবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।