‘কোহলির চেয়ে বাবর ও বুমরাহর চেয়ে আফ্রিদি এগিয়ে’
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে প্রায়ই ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। ক্রিকেটবিশ্বে এটি নিয়মিত বিতর্কের বিষয়বস্তু। এ বিতর্কে শামিল হয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক তারকাদের অনেকেই।
কোহলি না বাবর— কে বড় ক্রিকেটার? এ প্রশ্ন নিয়ে ভিন্নমত দেন ভক্ত ও ক্রিকেট সমালোচকরা।
যে কারণে বিষয়টি নিয়ে তর্কের শেষ নেই। এবার সেই তর্কে নতুনমাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদ।
পাকিস্তানের সাবেক এ পেসারের মতে, সময়ের সেরা ব্যাটারের লড়াইয়ে কোহলির চেয়ে এগিয়ে বাবর।
আকিবের এমন মন্তব্যে অবশ্য যুক্তি আছে ঢের।
কারণ দীর্ঘ সময় ধরে কোহলির ব্যাট হাসছে না। তার ফর্ম নিম্নমুখী। লম্বা সময় ধরে বড় ইনিংস খেলতে পারছেন না সাবেক ভারত অধিনায়ক।
তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে।
অন্যদিকে দারুণ ফর্মে আছেন বাবর আজম। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১১ সেঞ্চুরি। টেস্ট ও ওয়ানডেতে পাঁচটি করে, টি-টোয়েন্টিতে একটি।
দুজনের বিপরীতমুখী ফর্মের কারণে সেরার প্রশ্নে বাবরকে এগিয়ে রাখছেন আকিব।
তিন সংস্করণেই যে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন বাবর। পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলে আকিব বলেন, ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে কোহলির পারফরম্যান্সে এখন ভাটার টান।
তিনি বলেন, ‘আমার মনে হয়, বাবর এখন কোহলির চেয়ে এগিয়ে। কোহলি চূড়া থেকে ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বাবর ওপরে উঠছে।’
শুধু বাবর-কোহলি নয়; দুই দেশের সেরা দুই পেসারের তুলনাও করলেন তিনি।
ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর চেয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে এগিয়ে রাখছেন আকিব।
তিনি বলেন, ‘আমি মনে করি, এখন বুমরাহের চেয়ে ভালো শাহিন। সমালোচকরা বলত যে, বুমরাহ টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে, বুমরাহ থেকে সে আরও ভালো এবং বেশি সামর্থ্য রাখে।’
তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর