হাত ও নখ থেকে মেহেদির দাগ তোলার উপায়
বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে মেহেদির রঙে হাত ও নখ রাঙিয়ে তোলেন নারীরা। তবে কিছুদিন পর মেহেদির রং ফিঁকে হতে শুরু করে। যা হাত ও নখের সৌন্দর্য নষ্ট করে।
তবে চাইলেই হাত বা নখ থেকে খুব সহজে মেহেদির দাগ দূর করতে পারেন। তাও আবার খুব দ্রুত। জেনে নিন মেহেদির দাগ তোলার উপায়-
১. মেহেদির দাগ তুলতে লবণ পানিতে হাত ২০ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
২. নখ ও জাত থেকে মেহেদির দাগ তোলার আরও একটি সহজ কৌশল হলো জলপাই তেল ও লবণ ব্যবহার করা। এই দু’টি উপাদান একসঙ্গে মিশিয়ে তুলা দিয়ে মেহেদির স্থানে কিছুক্ষণ ঘষলেই দাগ উঠে যাবে।
৩. লেবু ও বেকিং সোডা বিভিন্ন দাগ তোলার ক্ষেত্রে দারুন কার্যকরী। মেহেদির দাগ তোলার জন্য সামান্য বেকিং সোডায় লেবুর রস মিশিয়ে নখগুলো ডুবিয়ে রাখুন। দেখবেন দ্রুত মেহেদির দাগ দূর হয়ে যাবে।
৪. হালকা গরম পানিতে ২০ মিনিট হাত ও নখ ডুবিয়ে রাখুন। এতেও মেহেদির দাগ সহজেই দূর করতে পারবেন।
৫. টুথপেস্ট ব্যবহার করেও মেহেদির দাগ দূর করতে পারেন। এজন্য নখে টুথপেস্ট ব্যবহার করে ১০-১৫ মিনিট রেখে তারপর ঘষে তুলে ফেলুন।