আরও দুই বছর বায়ার্নে থাকছেন মুলার
বায়ার্ন মিউনিখের সঙ্গে টমাস মুলারের সম্পর্কটা দীর্ঘদিনের। শৈশবকাল থেকে বেড়ে উঠা ক্লাবটির সঙ্গে এবার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করেছেন জার্মান এই ফরোয়ার্ড।
মঙ্গলবার (৩ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায়।
যুব দল থেকে বায়ার্নের সঙ্গে পথচলা শুরু মুলারের। ১০ বছর বয়স থেকে এই ক্লাবের অংশ তিনি। ক্লাবের হয়ে এই পর্যন্ত ২২৬ গোল করেছেন এই ফরোয়ার্ড, জিতেছেন রেকর্ড ১১টি বুন্ডেসলিগা শিরোপা। চলতি মৌসুমের শিরোপা জেতার ভাগিদারও হয়েছেন মুলার।
চলতি মৌসুমের শিরোপা জিতে প্রথম কোনো ক্লাব হিসেবে টানা দশ আসরে লিগ শিরোপা জেতার রেকর্ড গড়ে বায়ার্ন। শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুলার। ১৭ গোলে অবদান রাখার পাশাপাশি করেছেন ৭টি গোল।