জাতীয় দলে বিজয়কে সুযোগ দেওয়া উচিত: মাশরাফি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) উড়ন্ত ফর্মে ছিলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে পেয়েছেন ৩টি সঞ্চেুরি।
মাত্র ৪ রানের জন্য ছুঁতে পারেননি আরেকটি সেঞ্চুরি। ১৫ ইনিংসের মধ্যে ১২টিতেই পঞ্চাশ পেরোলেন তিনি। এমন দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটারকে শিগগিরই জাতীয় দলে দেখতে চান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ডিপিএলে বিজয়ের এমন পারফরম্যান্স দেখে কে চাইবেনা তাকে জাতীয় দলে দেখতে। সবার সঙ্গে সহমত পোষণ করে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তিনিও এনামুল হক বিজয়কে জাতীয় দলে দেখতে চান। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ক বলেছেন, ‘একজন মানুষ যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত। দেখেন একজন হচ্ছে ৬০০-৭০০ (নাঈম) রান করেছে, তার আশপাশে ৪০০-৫০০ রান করে আছে। আরেকজন হচ্ছে এক হাজারের ওপর রান করেছে। এটা তো অনেক ব্যবধান। এই পার্থক্যটার মূল্যায়ন করা উচিত। ’
মাশরাফির মতে, এনামুলকে অন্তত টি-টোয়েন্টিতে হলেও বিবেচনা করা উচিত, ‘লিটন-তামিমকে তো আপনি সরাতে পারবেন না। তারা সম্প্রতি পারফর্ম করে এসেছে। তাই বিজয়কে যদি আনেনও, প্রথম একাদশে জায়গা কিন্তু নাই। টেস্টে জানি না কে ওপেন করবে, আবার জয় (মাহমুদুল) কিন্তু একশ করে আসছে। এখানেও তামিম খেলবে। সুতরাং এখানেও কিন্তু কঠিন। তাই টি-টোয়েন্টির কথা আমি উল্লেখ করেছি। কারণ, এই ফরম্যাটে এখনোই বিজয়কে দলের নেওয়ার সুযোগ আছে। এটা আমার মতামত। এমন না অন্যকেও মেনে নিতে হবে। ’
এনামুল হক বিজয় সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪টি টেস্টের সঙ্গে ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। মাশরাফি আরও বলেন, ‘দেখেন পুরো একটা লিগ থেকে আপনি ১০-১২ জনকে আনতে পারেন। তবে জাতীয় দলকে ফোকাস করলে এক বা দুজনকে টার্গেট করতে হয়। সেটা যদি করেন, আমি মনে করি বিজয়। আগের দিনও বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়। ’